কুষ্টিয়ায় ৫ কেজি গাঁজাসহ এক যুবক আটক

জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার সার্বিক তদারকি ও দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ সুলতান মাহমুদ, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া সংগীয় অফিসার ফোর্সসহ কুমারখালী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, মেহেরপুর জেলা হইতে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে একজন ব্যক্তি মাদকদ্রব্য নিজ হেফাজতে বহন করিয়া রাজবাড়ী জেলার দিকে যাইতেছে। উক্ত সংবাদের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া এসআই(নিঃ)/সুলতান মাহমুদ সংবাদের সত্যতা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং-১৯/০৬/২০২৩ তারিখ ০৬.১৫ ঘটিকার সময় সোর্সের বর্ণনামতে উক্ত মোটরসাইকেলটি বাদীর সঙ্গীয় অফিসার ও ফোর্সের সামনে দিয়ে যাওয়া কালীন সময়ে থামানোর সংকেত দিয়ে না থেমে সংকেত অমান্য করে কনস্টেবল মো: ইনজামুল ইসলামকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে কুমারখালী থানা এলাকার দিকে যাইতে থাকে। এসআই(নিঃ)/সুলতান মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাৎক্ষনিক মোটরসাইকেলটি তাড়া করে কুমারখালী থানাধীন বাটিকামারা সাকিনস্থ তরুন মোড়ে জনৈক মোঃ আসাদুল শেখ (৩৮), পিতা-মোঃ আলাউদ্দিন শেখ এর চায়ের দোকানের সামনে কুষ্টিয়া-টু-রাজবাড়ী গামী মহাসড়কের উপর ইং-১৯/০৬/২০২৩ তারিখ ০৬.৫৫ ঘটিকার সময় আসামী ১) মোঃ সোহেল রানা (৪২) পিতা-মোঃ শওকত আলী, সাং-উজলপুর (কুতুবপুর),থানা ও জেলা-মেহেরপুর সদরকে ধৃত করে । তথায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশী করিয়া ৫ (পাঁচ) কেজি গাঁজা এবং মাদকব্যবসার কাজে ব্যবহৃত একটি রেজিঃ বিহীন ব্লু রংয়ের ১৫০ সিসি YAMAHA FZS V3 মোটর সাইকেল উদ্ধার করিয়া বিধি মোতাবেক জব্দ তালিকা মুলে জব্দ করেন। এতদসংক্রান্তে কুমারখালী থানায় মামলা রুজু করা হয়। পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।