পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ পরের দিন লাশ হয়ে ভেসে উঠা

২৪ জুন, ২০২৩ | ১২:২৯ অপরাহ্ণ
🇧🇩 নীলফামারীর প্রতিনিধি 🌍 , দৈনিক গণঅধিকার

বৃহস্পতিবার রাতে জুয়া খেলার সময় পুলিশ ধাওয়া করলে দৌড়ে চারাল কাঠা নদীতে লাফ দেন জাহাঙ্গীর। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার দুপুরে ভাসমান অবস্থায় নদীতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠায়। স্থানীয় মামুনুর রশীদ মিঠু জানান, পুলিশের ধাওয়া খেয়ে নদীতে লাফ দেয় জাহাঙ্গীর। তারপর আর বাসায় আসেনি। আজ নদীতে মৃত অবস্থায় পাওয়া গেলো। জাহাঙ্গীর আলম টেংগনমারী পাশারিপাড়া এলাকার মৃত নছর উদ্দিনের ছেলে। এ বিষয়ে জানতে চাইলে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম দৈনিক গণঅধিকার নিউজ কে জানান, মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।