ঘর থেকে বেড় হতে না দিয়ে

অসুস্থ স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা

২৬ জুন, ২০২৩ | ৯:০০ অপরাহ্ণ
🇧🇩 ফেনি প্রতিনিধি 🌍 , দৈনিক গণঅধিকার

ঝর্না আক্তার (২২) নামে এক গৃহবধূকে ঘরের ভেতর পুড়িয়ে হত্যার অভিযোগ তুলেছেন তার স্বজনেরা। তবে গৃহবধূর স্বামীর পরিবারের দাবি, অসুস্থ গৃহবধূ নিজেই তার গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। ছাগলনাইয়ার বলিপাড়ার মোহাম্মদ রায়হানের সঙ্গে চার বছর আগে চট্টগ্রামের মিরসরাই উপজেলার পরাগলপুর গ্রামের মো. আজাদের মেয়ে ঝর্না বেগমের বিয়ে হয়। এই দম্পতির তিন বছরের একটি মেয়ে সন্তান আছে। এক বছরের বেশি সময় ধরে ঝর্না বেগম ক্যানসারসহ নানা রোগে আক্রান্ত। রোববার বিকেলে বসতঘরের টিনের চালের ওপর ধোঁয়া দেখে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভানোর পর ঘরের মধ্যে ঝর্নার দগ্ধ মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় গৃহবধূর মা নূরজাহান বেগম বাদী হয়ে ঝর্নার স্বামী ও স্বামীর পরিবারের সদস্যদের আসামি করে রাতেই ছাগলনাইয়া থানায় মামলা করেন। পুলিশ গৃহবধূর স্বামী মোহাম্মদ রায়হানকে গ্রেফতার করেছে। এ বিষয়ে (ওসি) সুদীপ রায় বলেন, গৃহবধূর দগ্ধ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর মায়ের করা মামলায় নিহতের স্বামীকে গ্রেফতার করা হয়।