সমাবেশে আসা নেতাকর্মীদের ঢাকায় অবস্থান করতে বললেন বিএনপি নেতারা

২৮ জুলাই, ২০২৩ | ৯:৩৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

‘সরকারের পতনের’ দাবিতে শনিবার ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচি সফল করতে মহাসমাবেশে আসা নেতাকর্মীদের ঢাকা অবস্থান করতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশ থেকে দলের নেতারা এ আহ্বান জানান। তারা বলেন, ‘এই সরকার নিজ থেকে ক্ষমতা ছাড়বে না। ভবিষ্যতে কোনো ঝড়তুফান মানব না। গণতন্ত্র উদ্ধারের জন্য ঝড়তুফান মোকাবিলা করে দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।’তাই নেতারা নেতাকর্মীদের কর্মসূচি সফল করতে ঢাকায় থাকার জন্য আহ্বান জানান। সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘যারা মহাসমাবেশে এসেছে তারা কোথায় থেকেছে? হোটেলে বা আত্মীয়ের বাড়িতে। যাদের আত্মীয়ের বাড়ি নেই তারা ফুটপাতে থেকেছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে। আমি তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। না হলে ৯০-এর মতো জেলের তালা ভেঙে আনব।’