আমিনবাজারে ককটেল বিস্ফোরণ

২৯ জুলাই, ২০২৩ | ৯:০৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

রাজধানীর প্রবেশপথ সাভারের আমিনবাজারে চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।এ ছাড়া সেখান থেকে আরও ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে। শনিবার দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, একটি চলন্ত পিকআপ ভ্যান থেকে ৪-৫টি ককটেল সদৃশ বস্তু সড়কের পাশে নিক্ষেপ করা হলে সেগুলো বিস্ফোরণ ঘটে। ফিলিং স্টেশনের ম্যানেজার নুরুল আমিন বলেন, একসঙ্গে ৪-৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কাউকে দেখতে পাইনি। এদিকে বিস্ফোরণস্থলের পাশ থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। পরে ককটেলগুলো পানিতে নিষ্ক্রিয় করে পুলিশ। উল্লেখ্য, সকাল ১০টা থেকে রাজধানীর প্রবেশপথ গাবতলীতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনাও ঘটে।