উত্তরায় বাসে আগুন

৩০ জুলাই, ২০২৩ | ৯:০৬ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং মালেকাবানু স্কুলের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কারা আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। শ‌নিবার রা‌ত ১০টার দিকে এই ঘটনা ঘ‌টে। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের কর্মীরা গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, ঈগল পরিবহনের একটি বাসে রাত ৯টা ৫৬ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ১০টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। ১০টা ৪১ মিনিটে আগুন নেভানো হয়।