বিএনপির ব্যয়ের চেয়ে আয় বেশি

৩০ জুলাই, ২০২৩ | ৫:২১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

২০২২ সালের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। রোববার দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত হয়ে ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা দেন। এতে দেখা গেছে, ২০২২ সালে বিএনপির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। মোট ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। উদ্বৃত্ত ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা। আয়ের উৎস নিয়ে রিজভী বলেন, জাতীয় নির্বাহী ও স্থায়ী কমিটির চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংকের এফডিআরের অর্জিত ইন্টারেস্ট আমাদের আয়ের উৎস।' নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আয়-ব্যয়ের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়া ছাড়া আর কোনো আলোচনা হয়নি।' আরেক প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, 'জ্বলাও পোড়ায় কে করে অতীতেও আপনারা জেনেছেন। গতকাল যে ঘটনা ঘটেছে, স্বয়ং বাসচালক বলছেন, ১০ গজ দূরেই ছিল পুলিশের অবস্থান। তারপরও কয়েকজন যুবক এসে বলছে যে, "বাস থেকে তুমি নেমে যাও, না হলে তোমাকেসহ পুড়িয়ে দেওয়া হবে"। কয়েকজন যুবক এই কথাটা তখনই বলতে পারে, যদি সামনে পুলিশ থাকে...বিরোধী দলের কোনো নেতাকর্মী ওইখানে সাহস পাওয়ার তো কোনো কারণ নেই! পুলিশের নির্বিচারে গুলি বর্ষণ, গ্রেফতার করছে, বেধড়ক লাঠিচার্জ করছে, তারা দৌড়াদৌড়ি করছে, ওর মধ্যে ঠান্ডা মাথায় মোটরসাইকেলে এসে পোড়াবে এটা একেবারে মুর্খ ছাড়া কেউ বিশ্বাস করবে না এবং পাগলও এটা বিশ্বাস করবে না।'