ত্রিপুরায় ঢুকলেই বাংলাদেশিদের ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক

বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ২৫৮৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাইজলার সোনামুড়া এলাকাতেও ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। গত দুদিনে সিপাইজলার ধনপুর এলাকায় অন্তত ৭৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর ফলে সীমান্তে সতর্কতা জারি করেছে সেখানকার জেলা প্রশাসন। ত্রিপুরায় কোনো বাংলাদেশি প্রবেশ করলেই তার ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। ত্রিপুরার স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। সিপাইজলা জেলা প্রশাসক বিশাল কুমার জানান, ডেঙ্গু মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্তের ওই এলাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়ার পর বাংলাদেশি নাগরিকদের রক্ত পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার থেকেই এ নিয়ম কার্যকর করা হয়েছে। এছাড়া সোনামুড়ার শ্রীমন্তপুর, বেলোনিয়া ও আগরতলার কাছে আখাউড়া এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। সেখানে বাংলাদেশি কেউ এলেই তার রক্তপরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ত্রিপুরার স্বাস্থ্য বিভাগ নির্দেশ দিয়েছে, সেখানের প্রতিটি বাড়িতে গিয়ে কারো জ্বর হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। স্বাস্থ্যকর্মীদের প্রতিটি বাড়ি গিয়ে তা দেখার জন্য বলা হয়েছে।