জোয়ারের পানিতে পটুয়াখালী শহর প্লাবিত

৩ আগস্ট, ২০২৩ | ৮:৪০ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

দূর্যোগপূর্ন আবহাওয়ার পাশাপাশি উচ্চ জোয়ারের পানিতে পটুয়াখালী পৌর শহরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বুধবার দুপুরের দিকে জোয়ারের পানি শহরে মহিলা কলেজ,জুবিলী স্কুল সড়ক, পুরাতন হাসপাতাল সড়ক,পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, পিটিআই সড়ক সহ শহরে অনেক নিন্ম এলাকা প্লাবিত হয়। এসব সড়কে এক থেকে দেড় ফিট পর্যন্ত পানি উঠতে দেখা গেছে। এদিকে জেলা শহরের পাশাপাশি জেলার বিচ্ছিন্ন দ্বীপ ও চরাঞ্চল ও প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। দূর্যোগপূর্ন আবহাওয়া কারণে গতকাল মঙ্গলবার সকাল থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো বতাস অব্যাহত রয়েছে। বুধবার সকাল থেকে পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির কারনে অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া কর্মজীবী ও শ্রমজীবী মানুষদেরও ভোগান্তিতে পরতে হচ্ছে। পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, জোয়ারের পানি যাতে শহরে প্রবেশ করতে না পারে সে কারণে শহরের বিভিন্ন খালের মুখ নির্মান করা স্লুইস গেট গুলো বন্ধ করে দেয়া হয়েছে। এর পরও অনেক এলাকায় পানি উঠেছে, তবে নদীতে ভাটার সাথে সাথে পানি যাতে নেমে যেতে পারে সে জন্য স্লুইস গেট গুলো খুলে রাখা হবে। সার্বিক পরিস্থিতি আমরা মনিটরিং করছি।