১০ আগস্ট জামায়াতের নিবন্ধন ইস্যুতে আপিল শুনানি

৩ আগস্ট, ২০২৩ | ৮:৩২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র হঠাৎ রাজনীতির মাঠে বেশ সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নিয়মিত মিছিল-সমাবেশ করে রাজনীতির মাঠে সক্রিয় থাকার চেষ্টা করছে দলটি। এইদিকে হাই কোর্টের আপিল বিভাগ তাদের দলের নিবন্ধন সংক্রান্ত আপিল শুনানীর তারিখ আগামী ১০ আগস্ট নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার শুনানী কথা থাকলেও তা পিছিয়ে দিয়েছেন আদালত। জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ইস্যুতে আপিল শুনানির তারিখ আগামী ১০ আগস্ট (বৃহস্পতিবার) নির্ধারণ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন। নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন দাবি করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। অভিযোগটি আজ বৃহস্পতিবার শুনানির জন্য কার্যতালিকায় ছিল। শুনানির শুরুতেই রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানীয়া আমীর বলেন, মামলা কার্যতালিকায় রয়েছে। এর মধ্যেই আগামী ৪ আগস্ট (শুক্রবার) সমাবেশ ডেকেছে বাংলাদেশ জামায়তে ইসলামী। এতে আদালত অবমাননা হবে। এ সময় আপিল বিভাগ বলেন, আদালত অবমাননার আবেদন আনুন, শুনানির পর বিষয়টি নির্ধারণ হবে। পরে নিবন্ধন ইস্যুতে আপিল শুনানির তারিখ আগামী ১০ আগস্ট ধার্য করেন আদালত। গত ২৬ জুন মওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. হুমায়ুন কবির ও ইমদাদুল হক নামে তিন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দাবি করেন এবং তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।