নূরের ওপর হামলার বিষয়ে যা বললেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

৪ আগস্ট, ২০২৩ | ১০:৩৯ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বুধবার বিকালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে এবার মুখ খুলেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ‘নূরের ওপর হামলার’ বিষয়ে কথা বলেন তিনি। সাদ্দাম বলেন, টিএসসি এলাকায় নূরের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও দুঃখজনক। এতে ছাত্রলীগের কোনো নেতাকর্মী যদি এ ঘটনায় জড়িত থাকে, তা হলে সেটি আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। আরও পড়ুন: বিদেশি নয়, বিবেকের চাপ অনুভব করছি: কাদের ছাত্রলীগ সভাপতি বলেন, যখনই নূর নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ান, তার আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, সংগঠনের টাকায় নিজের ব্যাংক-ব্যালান্স নেওয়ার বিষয়টি সামনে আসে, বিকাশে টাকা নেওয়া অথবা প্রবাসী অধিকার পরিষদের মাধ্যমে অর্থ নেওয়া– প্রভৃতি বিষয় ঘটে, তার ইমেজ সংকট তৈরি হয়, তখনই মার খাওয়ার ঘটনা ঘটে। আমি মনে করি, এ বিষয়গুলো বিচার-বিশ্লেষণযোগ্য। প্রসঙ্গত, গত ২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাশে হামলার শিকার হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। হামলাকারী সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ পাওয়া গছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।