৪৬ হাজার বছর পর ঘুম ভাঙল তাদের

৫ আগস্ট, ২০২৩ | ৭:৪১ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

টানা ৪৬ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকার পর জেগে উঠেছে গোলকৃমি। সম্প্রতি পিএলওএস জেনেটিকসের জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে এই আবিষ্কারের কথা। বিজ্ঞানীদের তথ্যমতে, ওই গোলকৃমি পাওয়া গেছে সাইবেরিয়ান পার্মাফ্রস্টে। ৪৬ হাজার বছর ধরে বরফের নিচে ঘুমন্ত অবস্থায় ছিল এরা। রুশ ও জার্মানির বিজ্ঞানীরা বলছেন, এত বছর পরও বেঁচে আছে ওই গোলকৃমি। তারা জীবিত ও মৃতের মাঝামাঝি ক্রিপ্টোবায়োসিস অবস্থায় ছিল। পাঁচ বছর আগে একদল রুশ বিজ্ঞানী পার্মাফ্রস্টে সুপ্ত অবস্থায় বেশকিছু গোলকৃমির খোঁজ পায়। গবেষণাগারে পানি দিতেই জেগে ওঠে সেগুলো। সূত্র-সিএনএন