আইএমএফের কিস্তি শোধে কাতার থেকে ঋণ নিচ্ছে আর্জেন্টিনা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি পরিশোধ করতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারের কাছ থেকে ৭৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ নিচ্ছে আর্জেন্টিনা। খবর বার্তা সংস্থা রয়টার্সের। শুক্রবার (৪ আগস্ট) এই ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার অর্থমন্ত্রী সের্গিও মাসা। আর্জেন্টিনার অর্থমন্ত্রী বলেছেন, বাৎসরিক ৪ দশমিক ০৩ শতাংশ হারে সুদের শর্তে আর্জেন্টিনাকে ৭৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিতে রাজি হয়েছে কাতার। সেই টাকা দিয়েই শোধ করা হবে আইএমএফের ঋণের কিস্তি। এর আগে গত সোমবার এক ঘোষণায় সের্গিও মাসা জানিয়েছিলেন, আইএএফের ঋণের কিস্তি পরিশোধে নিজেদের বিদেশি মুদ্রার রিজার্ভে হাত দেবে না সরকার। আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষকদের মতে, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ১৯৯০ সালের পর থেকে এই পর্যায়ের মূল্যস্ফীতি আর দেখা যায়নি। এমনকি, আর্জেন্টিনার ইতিহাসে এর আগে কখনও মূল্যস্ফীতির হার ১০০ শতাংশেও পৌঁছায়নি। আর্জেন্টিনার আগে বিশ্বের মাত্র দুটি দেশের মূল্যস্ফীতি ১০০ শতাংশে পৌঁছানোর রেকর্ড পাওয়া যায়। সেই দেশ দুটি হলো ভেনেজুয়েলা এবং জিম্বাবুয়ে। প্রসঙ্গত, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপজয়ী দেশ আর্জেন্টিনায় ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে মূল্যস্ফীতি। চলতি বছরের এপ্রিলে দেশটিতে দ্রব্যমূল্য বৃদ্ধির গড় হার ছুঁয়েছে ১০০ শতাংশের কোঠা। এই পরিস্থিতিতে অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার ৯৭ শতাংশ বাড়িয়েছে। এদিকে, আর্জেন্টিনায় যেমন হু হু করে বাড়ছে মূল্যস্ফীতি; তেমনি অন্যদিকে পাল্লা দিয়ে কমছে দেশটির মুদ্রা পেসোর মান। ২০২২ সালে ডলারের বিপরীতে পেসোর মান ২৩ শতাংশ হ্রাস পেয়েছে। আর্জেন্টিনায় চলতি বছরের অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে এই টালমাটাল অর্থনীতির জেরে স্বাভাবিকভাবেই বিব্রত দেশটির বর্তমান প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেজ। ইতোমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, তিনি আগামীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।