আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভা ১২ আগস্ট

৮ আগস্ট, ২০২৩ | ৫:০৬ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা আগামী ১২ আগস্ট আহ্বান করা হয়েছে। ওই দিন গণভবনে কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার গণভবনে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সোয়া ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ বিশেষ বর্ধিতসভায় জেলা-উপজেলা ও মহানগর আওয়ামী লীগের ৪০ জনেরও বেশি নেতা বক্তৃতা করেন। তাদের অনেকের মুখ থেকে যেমন বেরিয়ে আসে দলীয় এমপিদের বিরুদ্ধে অভিযোগ, তেমনি বিএনপির একদফা আন্দোলন রুখে দেওয়ার অঙ্গীকারও করেন তারা।