খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন ফখরুল

১১ আগস্ট, ২০২৩ | ১০:৫৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বুধবার (৯ আগস্ট) রাতে বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যে হার্ট, কিডনি, লিভারের কিছু সমস্যা নতুনভাবে দেখা দিয়েছে। এদিকে শুক্রবার রাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক হয়েছে। সেখানে তার আল্ট্রাসনোগ্রাম, রক্তসহ বিভিন্ন পরীক্ষার রিপোর্ট নিয়ে পর্যালোচনা করা হয়। বেগম জিয়াকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানা গেছে।