অন্য ক্রিকেট বোর্ডের লাভের টাকা নিয়ে যাচ্ছে ভারত, দাবি পাকিস্তানের

১২ আগস্ট, ২০২৩ | ৮:৫০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান জাকা আশরাফ দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে পাকিস্তানের আয় বেড়েছে দ্বিগুণ। তারপরও খুশি নয় পাকিস্তান। তাদের দাবি ভারত অন্য ক্রিকেট বোর্ডের লাভের অংশ নিয়ে যাচ্ছে। আইসিসির চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন জানিয়ে জাকা আশরাফ বলেন, আমি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ এবং অন্য দেশের ক্রিকেট বোর্ডের সদস্যদের সঙ্গে দেখা করেছি। তাদের বলেছি, আমাদের একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমি বিশ্বাস করি, একসঙ্গে কাজ করলে অনেক ভালো হয়। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ আরও বলেন, এবার আইসিসি থেকে আমাদের প্রাপ্য দ্বিগুণ হয়েছে। কিন্তু অন্য দেশের লাভের অংশ কেটে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে দিয়ে দিচ্ছে আইসিসি। এটার বিরুদ্ধে আমরা আইসিসির সঙ্গে কথা বলেছি। পিসিবি চেয়ারম্যান আরও বলেন, ভারত কী করে এত বেশি টাকা পেল, সেটার হিসেব আমি আইসিসির কাছে জানতে চেয়েছিলাম। কিন্তু আমাকে বলা হয়েছিল সেই হিসেব নাকি পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠিকে দেওয়া হয়েছিল। আমি আইসিসিকে জানিয়েছি, নাজাম শেঠির কাছে এমন কোনও হিসেব নেই। কিন্তু আইসিসির চেয়ারম্যান আমাকে দুইবার বলেছেন, সব হিসেব নাকি নাজাম শেঠিকে দেওয়া হয়েছিল এবং তিনি সেটাতে সম্মতিও দিয়েছিলেন। ২০২৪-২৭ সালের মধ্যে আইসিসি থেকে লভ্যাংশের ৩৮.৫ শতাংশ তথা প্রতি বছরে প্রায় ১৯০০ কোটি টাকা করে পাবে ভারত। সূত্র: হিন্দুস্তান টাইমস