সিআইডির অভিযানে সাত ডাক্তারসহ গ্রেফতার ১২
১৩ আগস্ট, ২০২৩ | ৫:১০ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাদের মধ্যে সাতজন চিকিৎসকও রয়েছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার রাতে সিআইডি সদর দফতর থেকে প্রেরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই বার্তায় উল্লেখ করা হয়েছে, এ ব্যাপারে রোববার দুপুর ১২টায় সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।