পাবনায় জামায়াতের ১৩ নেতাকর্মী আটক

১৪ আগস্ট, ২০২৩ | ৫:০৬ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

পাবনার ফরিদপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফ্ফার খানসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই ও বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বনওয়ারী নগর ফরিদপুর বাজারের সাজ্জাদ হাজীর দোকান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফ্ফার খান, ফরিদপুর উপজেলা জামায়াতের আমির আবু তালেব, জামায়াতের কর্মী ইসমাইল হোসেন, ফরিদুল ইসলাম মুকুল, কামরুজ্জামান, আফজাল হোসেন, কাউসার হোসেন, হেলাল বিশ্বাস, আব্দুল মোমিন, মাওলানা আব্দুল হামিদ, রাসেল হোসেন ও মাওলানা ওমর ফারুক। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সাজ্জাদ হাজীর দোকানে নাশকতার গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেট, বিভিন্ন জিহাদী বই ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইকবাল হুসাইন বলেন, ‘বাজারে আমাদের এক কর্মীর ওষুধের দোকানে বসে একটি কোরআন শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করছিল। এ সময় পুলিশ অন্যায়ভাবে তাদের আটক করেছে। আমাদের জেলা বা কেন্দ্রীয় কোনো কর্মসূচিও ছিল না, তাহলে নাশকতা কেন করতে যাবে? আর জামায়াতে ইসলামী কোনো নাশকতায় বিশ্বাস করে না। আশা করি- আটকৃতদের দ্রুত মুক্তি দিয়ে পুলিশ আইনের প্রতি শ্রদ্ধা জানাবে।’