জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

১৪ আগস্ট, ২০২৩ | ৫:১০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

রাজধানীর কদমতলী এলাকার জুরাইনে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। রোববার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। রাতেই তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন-মো. আতাহার (৩৫), তার স্ত্রী মুক্তা খাতুন (৩০), তাদের মেয়ে আফসানা (৫), মুক্তার বাবা আলতাফ সিকদার (৭২) ও মা মর্জিনা বেগম (৫০) দগ্ধ হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জুরাইন সর্দার বাজার সলিমুল্লাহ রোডে মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থাকে পরিবারটি। ওই বাসায় তিতাস লাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম সোমবার সকালে গণমাধ্যমকে জানান, দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আতাহারের শরীরে ৫০ শতাংশ পুড়ে গেছে। এছাড়ার মুক্তার ৪৫ শতাংশ, তাদের মেয়ে আফসানার ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। আর মর্জিনার শরীরে ৫ শতাংশ দগ্ধ হয়েছে ও আলতাফের শরীরে দুই শতাংশ দগ্ধ হয়েছে। স্বামী-স্ত্রী ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে