পায়রা বন্দরে শোক দিবসে বিভিন্ন কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি হাতে নেয় বন্দর কর্তৃপক্ষ। ভোর ৫টা ৩৬ মিনিটের দিকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বন্দর এলাকায় বৃক্ষ রোপণ করেন, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক আলোচনা অনুষ্ঠান, স্কুল, কলেজ, প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ওপর রচিত বিভিন্ন বই উপহার দেন। পায়রা বন্দরের চেয়ারম্যানের সঙ্গে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমান্ডার এম রফিউল হাসাইন, কমডোর রাজীব ত্রিপুরা, ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন প্রমুখ। এ ছাড়া বাদ যোহর পায়রা বন্দর জামে মসজিদে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে মিলাদ মাহফিলে ও দোয়ার আয়োজন করা হয়।