সাক্ষাতকারের সময় অপ্রীতিকর ঘটনার সম্মুখীন নারী কাউন্সিলর

১৯ আগস্ট, ২০২৩ | ৬:১৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

লাইভ টিভি সাক্ষাৎকারের সময় অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির এক নারী কাউন্সিলর। ইনা ভার্নিকভ নামের ওই কাউন্সিলর বৃহস্পতিবার ব্রুকলিনে যখন সাক্ষাতকার দিচ্ছিলেন, তখন হঠাৎ করে এক যুবক তাকে চুমো দেন। এতে বিরক্ত প্রকাশ করেন ওই কাউন্সিলর। খবর নিউইয়র্ক পোস্ট। নেটওয়ার্ক রিপোর্টার হান্না ক্লিগারের মতে, ব্রুকলিনের কাউন্সিলর ইনা একজন রিপাবলিকান। বৃহস্পতিবার ব্রাইটন সমুদ্র সৈকতে স্থানীয় টিভি চ্যানেল সিবিএস নিউইয়র্ককে একটি সাক্ষাতকার দেওয়ার সময় তিনি বাধাপ্রাপ্ত হন। একটি ভিডিওতে দেখা গেছে, প্রতিবেদক তাকে (ইনা) প্রশ্ন শেষ করার আগেই টুপি পরা একজন ব্যক্তি হঠাৎ তার বাম দিকে ঝুঁকে পড়ে তার গালে চুমো দেয়। এরপর লোকটি পেছনে ফিরে হাসতে হাসতে চলে যায়। এসময় নারী কাউন্সিলর ওই ব্যক্তির কাণ্ডে হতবাক হয়ে যান এবং চিৎকার করেন। পরে সিটি কাউন্সিলের কিছু সদস্য ইনাকে প্রতিরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েন এবং লোকটিকে তার আচরণের জন্য নিন্দা জানান। ঘটনার পর শুক্রবার টুইট করেন ইনা। ওই মুহূর্তকে ভয়ংকর উল্লেখ করে তিনি লেখেন, নির্বাচকদের কাছ থেকে আমি এ ধরনের ভালোবাসা আশা করি না!