চুয়াডাঙ্গায় ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ী গ্রেফতার
২২ আগস্ট, ২০২৩ | ৫:০৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ র্যাব এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে সোমবার দুপুরে জেলার জীবননগর থানার হরিপুর গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় মেদিনীপুর গ্রামের এরশাদ তরফদারের ছেলে মিঠুন তরফদার (৩০) ও রবিউল মন্ডলের ছেলে মন্টু মন্ডল (৩৪) কে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে ১১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। এ ছাড়াও ২টি মোবাইল ও ৪টি সিমকার্ড উদ্ধার করে। র্যাব আরো জানায়, এরা এলাকার চিহ্নিত মাদক কারবারী । এদেরকে ধরতে দীর্ঘদিন ধরে ফাঁদ পেতেছিল র্যাব। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।