সন্তানদের নিয়ে চন্দ্রযান অবতরণ দেখবেন কারিনা
২৩ আগস্ট, ২০২৩ | ৫:২৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

চাঁদের বুকে মহাকাশযান পাঠানোর তালিকায় আমেরিকা, রাশিয়া, চীন, আরব আমিরাতের পাশাপাাশি ভারতও রয়েছে। দেশটির পাঠানো একটি ‘চন্দ্রযান-৩’ নামে একটি মহাকাশযান আজ চন্দ্রপৃষ্ঠে অবতরণের কথা রয়েছে। ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এটি অবতরণ করবে বলে জানিয়েছে ইসরো। এ ঘটনা সরাসরি দেখার সুযোগও পাবেন সবাই। ইসরোর ওয়েবসাইটে এটি দেখা যাবে। এছাড়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও দেখার সুযোগ রয়েছে। রাষ্ট্রায়ত্ব টিভি চ্যানেল দূরদর্শনেও দেখা যাবে। আজ বিকাল ৫টা ২৭ থেকে সরাসরি দেখানো শুরু হবে এ অবতরণ। বলিউড অভিনেত্রী কারিনা কাপুরও এ ঘটনার সাক্ষী হতে চান। জানিয়েছেন, তিনি সন্তানদের নিয়ে চন্দ্রযান-৩-এর অবতরণ দেখবেন। কারিনা বলেছেন, ‘এটি ভারতের জন্য অত্যন্ত দামি একটি মুহূর্ত। প্রত্যেক ভারতীয়ের জন্যও এটি খুব গর্বের মুহূর্ত।’