পানি চুরি ঠেকাতে কড়া পদক্ষেপ নেবে পশ্চিমবঙ্গ

পানি চুরি! বেআইনিভাবে সরকারি লাইন থেকে পাম্প দিয়ে টেনে নেওয়া হচ্ছে পানি। আর তাতেই পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিষেবায় টান পড়ছে। এই পানি চুরির ঘটনা আটকাতে এবার তৎপর রাজ্য সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পানি চুরির বিরুদ্ধে কড়া আইন আনতে চলেছে প্রশাসন। রাজ্যের বিধানসভায় জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় বুধবার এই অভিযোগ তুলেছেন। তিনি বলেন, এবার পানি চুরি আটকাতে কড়া হতে চলেছে রাজ্য সরকার। একাধিক জায়গা থেকে এই পানি চুরির অভিযোগ আসছে বলেও জানিয়েছেন তিনি। এর ফলে যাদের কাছে পানি পৌঁছে যাওয়ার কথা, তাদের কাছে সঠিক মাত্রায় পৌঁছতে পারছে না। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি। পুলক রায় বলেন, আসলে সরবরাহের মাঝপথেই চুরি হয়ে যাচ্ছে পানি। রাজ্য সরকার বাড়ি বাড়ি সংযোগ পৌঁছে দিলেও সাধারণ মানুষ পানি পাচ্ছেন না। তার অভিযোগ, মাঝপথেই পাম্প লাগিয়ে বিনা অনুমতিতে পানি টেনে নেওয়া হচ্ছে। অনেকেই তা করছেন বেআইনিভাবে। তিনি বলেন, এই মুহূর্তে মোট ৬২ লাখ ৮২ হাজার ২৮১টি বাড়িতে পানির সংযোগ দেওয়া হয়েছে। ২০২৫ সালের মার্চের মধ্যে সব বাড়িতেই পানির সংযোগ দেওয়া হবে। কিন্তু তার মধ্যেই আটকাতে হবে চুরি। এ লক্ষ্যে জনপ্রতিনিধি ও পঞ্চায়েতকে সচেতনতা শিবির করারও অনুরোধ করেছেন মন্ত্রী।