বিএনপিকে অরাজকতা করতে দেওয়া হবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি-জামায়াত রাজাকার আলবদর সন্ত্রাসীরা ষড়যন্ত্র করছে। তাদের আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। রোববার রাজধানীর কদমতলী পিএনপি শহিদ ফারুক মো. ইকবাল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন। পিএনপি শহিদ ফারুক মো. ইকবাল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফ পাটোয়ারী রিপনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নাছিম মিয়া, একে স্কুল অ্যান্ড কলেজ গভর্নিংবডির সভাপতি মো. আতিকুর রহমান মিন্টু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন ভুইয়া সেন্টু প্রমুখ। মন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।