ইলিশ রপ্তানির ঘোষণায় আনন্দ ভাসছে পশ্চিমবঙ্গ

আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের বাজারে মিলবে বাংলাদেশের পদ্মার ইলিশ। দুর্গাপূজা উপলক্ষে রাজ্যে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। বুধবার ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। সে ঘোষণায় খুশিতে ভাসছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, এটা অত্যন্ত আনন্দের খবর। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পেরিয়ে মাছ আসবে কলকাতার বাজারে। শুক্রবার সকাল থেকেই বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে বিভিন্ন বাজারে। শুরুর দিকে দাম একটু বেশি থাকলেও ধীরে ধীরে তা কমবে। তিনি আরও বলেন, আশা করছি ৭০০ থেকে ১২০০ গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে ১০০০ রুপির মধ্যেই। তবে ৩০ অক্টোবরের মধ্যে এত স্বল্প সময়ে সরকার অনুমোদিত সম্পূর্ণ মাছ আনা সম্ভব হবে না। হয়়তো এক হাজার ৫০০ মেট্রিক টন মাছ আনা সম্ভব হবে।