১৮শ বছরের পুরোনো রোমান মূর্তি

২১ মার্চ, ২০২৪ | ৪:৫০ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

যুক্তরাজ্যের একটি পার্কিং লট নির্মাণকারী শ্রমিকরা ১৮শ বছর আগের একটি রোমান মূর্তি আবিষ্কার করেছেন। খননকারী গ্রেগ ক্রালি গত বছর সংস্কারের কাজ করার সময় ইংল্যান্ডের পিটারবারোতে ষোড়শ শতকের কান্ট্রি এস্টেট বার্গলে হাউজে একজন রোমান নারীর মার্বেল মূর্তির মাথা খুঁজে পান। দুই সপ্তাহ পরে একটি আবক্ষ মূর্তিও পান ওই স্থানের কাছে। ধ্বংসাবশেষগুলোকে একজন সংরক্ষক যাচাই-বাছাই করে দেখার উদ্দেশ্যে নিয়ে গেলে তিনি জানান, ভাস্কর্যটি প্রথম বা দ্বিতীয় শতাব্দীর। সিএনএন