বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছেন শান্ত-সাকিবরা

১৬ মে, ২০২৪ | ১০:৪৬ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনকে সামনে রেখে বুধবার (১৫ মে) দিনগত মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে চড়েছেন শান্ত-সাকিব-মাহমুদউল্লাহ-মোস্তাফিজরা। দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পা রাখবেন তারা। যারা দেশ ছেড়েছেন তাদের মধ্যে স্কোয়াডে থাকা ক্রিকেটার, ট্রাভেলিং রিজার্ভ, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা রয়েছেন। প্রিয় দলকে শুভকামনা জানাতে বিমানবন্দরে মধ্যরাতেই ভিড় জমিয়েছিলেন টাইগার সমর্থকরা। ৮ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন। তারপর আরও তিনটি গ্রুপ ম্যাচ আছে নাজমুল হোসেন শান্তর দলের।