কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেবে এসএসসি ৯২ ব্যাচ

১৬ মে, ২০২৪ | ১১:৩৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

কুষ্টিয়ায় বিনামূল্যে চোখের চিকিৎসা দেয়ার উদ্যোগ নিয়েছে শহরের এসএসসি ৯২ ব্যাচ এর সাবেক শিক্ষার্থীরা। ১৭ মে (শুক্রবার) সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কুষ্টিয়া শহরের মজমপুর গেটস্থ দাদাপুর সড়ক সংলগ্ন লেন্স কর্ণার চক্ষু চিকিৎসালয়ে বিনামূল্যে এই মহৎ উদ্যোগ নেয়া হয়েছে। চিকিৎসা গ্রহণে আগ্রহী চক্ষু রোগীরা সেখানে গিয়ে নিজের রোগাক্রান্ত চোখের চিকিৎসা বিনামূল্যে করিয়ে নিতে পারবেন। এছাড়াও মোবাইল ফোনে যোগাযোগ করে তাদের কাছ থেকে আরও বিস্তর তথ্য নিতে পারবেন (০১৯৪১-৩৮৭৯৯৫)।