কুষ্টিয়া সরকারি কলেজে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালিত

১৬ মে, ২০২৪ | ১১:৩৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

কুষ্টিয়া সরকারি কলেজে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সন্তোষ কুমার ঢালির সভাপতিত্বে এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলামের আহ্বানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনছার হোসেন ও কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোঃ আব্দুল কুদ্দুস খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুুন্সি আবু সাইফ ও কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসাইন।