ঠাকুরগাঁওয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গলায় টাকার মালা
১৭ মে, ২০২৪ | ১২:১৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

উপজেলা চেয়ারম্যান পদে তিন প্রার্থী যখন পরস্পরের বিরুদ্ধে বিষোদগার করছেন, ঠিক তখন আরেক প্রার্থীকে সাধারণ ভোটাররা টাকার মালা পরিয়ে দিচ্ছেন। এ ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও সদরে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী রওশনুল হক তুষারকে এক নির্বাচনি প্রচারণা সভায় টাকার মালা পরিয়ে দেন এলাকার নানান পেশার মানুষ। বুধবার সন্ধ্যায় উপজেলার ভূল্লী থানা এলাকায় নির্বাচনি প্রচারণা সভায় বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী রওশনুল হক তুষার। এ সময় ভূল্লী বাজারের ব্যবসায়ী সমিতি ও নানা পেশার মানুষ বিশ টাকা, পঞ্চাশ টাকা ও একশত টাকার মালা উপহার দেন। এ সময় চেয়ারম্যান পদ প্রার্থী রওশনুল আবেগাপ্লুত হয়ে কেঁদে দেন। এ উপজেলায় আওয়ামী লীগের চারজন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।