নির্বাচন করবেন সেবক, মালিক না: কাদের সিদ্দিকী

উপজেলা নির্বাচন প্রসঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আপনার একজন সেবক নির্বাচন করবেন, মালিক না। বড় ভাই লতিফ সিদ্দিকী আর ছোট ভাই আজাদ সিদ্দিকী যখন কালিহাতীতে কাজ করবে তখন এই কালিহাতীতে কোনো সন্ত্রাস থাকবে না বলে আমি বিশ্বাস করি।’ শুক্রবার বিকেলে কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরিপাড়ার স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ সিদ্দিকীর আনারস মার্কার নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম আরও বলেন, ‘আজাদ সিদ্দিকীকে ভোট দেওয়া মানে কাদের সিদ্দিকীকে ভোট দেওয়া, লতিফ সিদ্দিকীকে ভোট দেওয়া। যুদ্ধের সময় সবাই পালিয়ে গিয়েছিল আমিই দাঁড়িয়েছিলাম। ছোট ভাই আজাদের তখন সাড়ে চার বছর বয়স। ওর যদি আঠারো বছর বয়স হতো আজাদাও তখন রুখে দাঁড়াতে পারতো। ওর এখন বয়স হয়েছে আপনারা এখন ওকে দায়িত্ব দেন, কাজ আদায় করে নিবেন। ও যদি কাজ না করে আমার কাছে, লতিফ ভাইয়ের কাছে বিচার দিতে পারবেন। কিন্তু আর যারা আছে ওদের কোন ঠিকানা নাই।’ ইউপি চেয়ারম্যান সোরহাব আলীর সভাপতিত্বে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, ‘কিছু লোক আমাকে বললো বড় দাদা (আব্দুল লতিফ সিদ্দিকী) এমপি হওয়ায় আমরা অনেক ভালো আছি। এখন আর চুরি চামারি নাই। এখন আর চান্দাবাজি নাই। কথাটা শুনে আমার বুক আনন্দে ভরে গেছে।’ এসময় আগামী ২১ তারিখে কালিহাতী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ‘আনারস’ প্রতীকে ভোট প্রার্থনা করেন এসএএম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী)।