শাহ্ মঞ্জুরুল হকের সাথে শুভেচ্ছা বিনিময় ইবি ছাত্রলীগের
১৮ মে, ২০২৪ | ১০:৪৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহ্ মঞ্জুরুল হকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার (১৮ মে) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহ্ মঞ্জুরুল হক এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু (এমপি)। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. শেখ আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় সহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। পরে আগতরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দলীয় কার্যালয়ে সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।