কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ সভাপতিকে শোকজ

১৯ মে, ২০২৪ | ১২:২১ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদরউদ্দিন খানকে শোকজ করেছে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি। গত ১১ মে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিতি একটি কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। গত ১ সপ্তাহ তা সকলের অজানা থাকলেও হঠাৎ শনিবার (১৮ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকজ নোটিশের একটি ছবি ছড়িয়ে পড়ে। শোকজ নোটিশে বলা হয়েছে- সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সদরউদ্দিন খান এর একটি বক্তব্যের কারণে আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েচে এবং তা সংগঠনের রীতিনীতি ও আদর্শ পরিপন্থী। শিস্টাচার বহির্ভূত এ বক্তব্য একটি সাংগঠনিক শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় তার বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা চেয়ে এই নোটিশ দেয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির পরবর্তী ১৫ দিনের মধ্যে এই লিখিত জবাব দিতে বলা হয়েছে। প্রসঙ্গত সম্প্রতি কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে সদরউদ্দিন খানের ভাই রহিম উদ্দিন খান চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন। সেই নির্বাচনী প্রচারণার এক জনসভায় দেয়া বক্তব্যে সদরউদ্দিন খান বলেন- “আমার সাথে যারা বিরোধীতা করে, তারা আল্লাহর সাথে বিরোধীতা করে”। ধর্মীয় শিষ্টাচার বহির্ভূত এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে।