রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

হেলিকপ্টারে থাকা সকলেই নিহতের শঙ্কা

২০ মে, ২০২৪ | ১০:০৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার থেকে জীবনের কোনও চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। সোমবার (২০ মে) এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। ইরানি এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারে থাকা সব যাত্রী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।