টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং পরামর্শক ব্রাভো

২১ মে, ২০২৪ | ৭:৩১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ডোয়াইন ব্রাভোকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় ক্রিকেট দলের বোলিং পরামর্শক করলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড। মঙ্গলবার তারা জানিয়েছে, ক্যারিবিয়ানে প্রস্তুতি ক্যাম্পে আফগানদের সঙ্গে যোগ দেবেন সাবেক অলরাউন্ডার। এরই মধ্যে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে আফগানিস্তান পৌঁছে গেছে। বিশ্বকাপ সামনে রেখে ১০ দিনের লম্বা ট্রেনিং ক্যাম্প শুরু করবে তারা। সেখানেই আফগান ক্রিকেটারদের সময় দেবেন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৯৫ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ব্রাভো। ৩৬৩ উইকেট নেওয়ার পাশাপাশি রান ৬৪২৩। টি-টোয়েন্টিতে ৬২৫ উইকেট নিয়ে এই ফরম্যাটের শীর্ষ বোলার তিনি, রানও করেছেন প্রায় ৭ হাজার। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচও ব্রাভো।