গাইবান্ধায় নিজের প্রতীকে ভোট দিয়ে ফেসবুকে ব্যালটের ছবি ছড়ালেন প্রার্থী

২১ মে, ২০২৪ | ৭:৪৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

গোপন কক্ষে ভোট দিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। ফেসবুকে ওই প্রার্থী স্ট্যাটাস দেওয়ার পর পরই ছবিটি চারদিকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। মঙ্গলবার (২১ মে) সকালে সদর উপজেলার কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন মিলন হোসেন নামের ওই প্রার্থী। এদিন তিনি তার নির্ধারিত বই প্রতীকে ভোট দেন। এরপরেই তিনি তার ‘এস এম মিলন’ নামের ফেসবুক আইডি থেকে ব্যালটের ছবি পোস্ট করেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ বলেন, ‘ব্যালট পেপারের বিষয়টি গোপনীয়। এটির ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সুযোগ নেই। সেই ফেসবুক পোস্ট নিয়ে নির্বাচনি অনুসন্ধানী টিম কাজ করছে।’ এ বিষয়ে চেষ্টা করেও ভাইস চেয়ারম্যান প্রার্থী মিলন হোসেনের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।