সৈয়দপুর উপজেলায় বিএনপির বহিষ্কৃত নেতা আরফান বিজয়ী

২৩ মে, ২০২৪ | ১২:০৯ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা রিয়াদ আরফান সরকার (রানা) সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ২য় দফায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। রিয়াদ আরফান সরকার (রানা) দোয়াত-কলম প্রতীকে ৩২ হাজার ৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে আজমল হোসেন পেয়েছেন ১৮ হাজার ১৭২ ভোট। সৈয়দপুর উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকী।