ডুবুরি নামানো হয়েছে বাগজোলা খালে, বশিরহাট আদালতে সিয়ামকে হাজির

২৪ মে, ২০২৪ | ৪:০৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মরদেহের খণ্ডাংশ উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। শুক্রবার (২৪ মে) কলকাতার নিউ টাউনের পাশের ভাঙ্গর এলাকার বাগজোলা খালে ডুবুরি নামানো হচ্ছে। এদিকে আটককৃত সিয়ামকে বশিরহাট আদালতে নেওয়া হয়েছে। তার রিমান্ড চাইবে পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে এই খবর পাওয়া গেছে। এর আগে কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, আজীমের দেহাংশ ট্রলিতে ভরে যে ক্যাবে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, সেই ক্যাবের চালক জিহাদকে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তিনি লাশের সন্ধান দেন। কীভাবে আজীমকে কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটে হত্যা করা হয়েছে, সেই বিষয়েও সিআইডিকে বিস্তারিত তথ্য দেন জিহাদ। পুলিশ জানায়, জিহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ মে) রাত ১০টা নাগাদ বাগজোলা খালে উদ্ধার অভিযান চালায় কলকাতার সিআইডি ও পুলিশের একটি দল। এদিকে, এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিয়ামকে আদালতে তুলে রিমান্ড আবেদন করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। আনারকে হত্যার পর যে অ্যাপ থেকে ক্যাব ডেকেছিলেন হত্যাকারীরা, তার চালককে জিজ্ঞাসাবাদ করে সিয়ামের সন্ধান পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ধারণা করা হচ্ছে, লাশ গুম করার দায়িত্ব ছিল সিয়ামের।