৪ বছর সাজা শেষে ভারতে ফিরলেন শেভরন

২৪ মে, ২০২৪ | ৪:৫৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

বাংলাদেশে সাজা শেষ হওয়ায় শেভরন কুমার (২৪) নামের এক ভারতীয় নাগরিককে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) চুয়াডাঙ্গার দর্শনা ও ভারতের গেদে স্থল বন্দরের শূন্যরেখায় বিজিবি, বিএসএফ, ইমিগ্রেশন, কাস্টমস ও থানা পুলিশের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। মানসিক ভারসাম্যহীন শেভরন নাটোর জেলা কারাগারে প্রায় আড়াই বছর আটক ছিলেন। তার বাড়ি ভারতের বিহার রাজ্যের রানাগঞ্জে। পুলিশ জানায়, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২০২০ সালের ২ জানুয়ারি শেভরনকে আটক করে নাটোর জেলা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়। সেখানে ছিলেন ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়। সাজার মেয়াদ শেষ হলে গত ৩০ এপ্রিল প্রত্যাবাসনের জন্য তাকে দর্শনা চেকপোস্ট সীমান্তে নেওয়া হয়। কিন্তু সেদিন তার কোনো অভিভাবক উপস্থিত না থাকায় ভারতীয় স্থানীয় থানা পুলিশ তাকে গ্রহণ করেনি। ফলে আবার ঠাঁই হয় কারাগারে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে দর্শনা বন্দরের চেকপোস্ট দিয়ে শেভরন কুমারকে তার পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়। শেভরন কুমারের বাবা দেবনাথ ঋষি বলেন, ‘আমি গরিব মানুষ। দীর্ঘদিন পর সবার প্রচেষ্টায় আমার সন্তানকে ফিরে পেলাম।’