বারখাদায় মসজিদের বালিতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক শকে যুবক নিহত

২৪ মে, ২০২৪ | ১০:৪৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

বারখাদায় মসজিদের বালিতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক শকে রমজান আলী (৩৫) নামে ১ যুবক নিহত হয়েছে। নিহত রমজান ঐ এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। এলাকাবাসী জানায়, বারখাদা মৌজায় অবস্থিত ১টি মালিকানা জমি দীর্ঘদিন যাবৎ অবৈধ দখল করে রেখেছিল স্থানীয় কয়েক ভূমিদস্যু। সম্প্রতি জমির মালিক সেখানকার একটি পুকুর বালি দিয়ে ভরাট করেন। কয়েক দিন আগে অবৈধ ভূমিদস্যুরা ওই ভরাটকৃত জমিতে রাতারাতি পাটকাঠির বেড়া দিয়ে একটি মসজিদ নির্মাণ করেন। শুক্রবার (২৪ মে) সকালে মসজিদের নিচে বালু ভেজানোর জন্য পাশের একটি বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পুকুর থেকে মোটরের সাহায্যে পানি তোলার সময় রমজান আলী বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, ঘটনাস্থলে একটি পুকুর ছিল। জমির মালিক বালি দিয়ে পুকুর ভরাট করে বাড়ি করার জন্য প্রস্তুতি নেন। কিন্তু স্থানীয়রা তাতে বাধা দিয়ে রাতারাতি একটি মসজিদ গড়ে তোলেন। এ বিষয়ে বিস্তর তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।