কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মোঃ মাসুদ পারভেজ সোহাগ (৩৩) কুষ্টিয়া শহরের মৃত আকমল হোসেনের ছেলে। শুক্রবার (২৪ মে) বিকেলের দিকে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকা হতে সোহাগকে আটক করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়- কুষ্টিয়া জেলা ডিবি পুলিশের এসআই অনুপ কুমার মন্ডলের নেতৃত্বাধীন একটি টিম কুষ্টিয়ার ত্রিমোহনী মোড়স্থ সরদার পান স্টোরের সামনে বসানো চেকপোস্টে ডিউটি করার সময় মোঃ মাসুদ পারভেজ সোহাগকে ১০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়। সোহাগ তার ইয়ামাহা এফ জেড-এস ভার্সন থ্রি লাল-কালো মোটর সাইকেল এর ছিট কভারের নিচে অভিনব কায়দায় টাপেন্টাডল ট্যাবলেট লুকিয়ে রেখেছিল। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।