মিরাজ-মুশফিকদের নিয়েই শুরু হবে টাইগার্স ক্যাম্প

২৫ মে, ২০২৪ | ৫:২৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

কিছুদিন আগে শুরু হয়েছে হাইপারফরম্যান্স দলের ক্যাম্প। এবার টেস্ট দল ও ওয়ানডে দলসহ জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে বাংলা টাইগার্সের কার্যক্রম। মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজসহ ২১ ক্রিকেটারকে প্রস্তুতির জন্য ডেকেছে বিসিবি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি জানিয়েছে। রবিবার (২৬ মে) সকাল ৯টা থেকে মিরপুরে শুরু হবে এই ক্যাম্প। জাতীয় নির্বাচক প্যানেল অভিজ্ঞ ও উদীয়মান ক্রিকেটারদের নিয়ে এই তালিকা তৈরি করেছেন। মুশফিক-মিরাজের মতো জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার ছাড়াও আছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে ভালো করা মাহিদুল ইসলাম অংকন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনির মতো ক্রিকেটাররা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে চলবে এই ক্যাম্পের কার্যক্রম। টাইগার স্কোয়াড: সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অংকন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা ও আবু হায়দার রনি।