মোস্তাফিজের উইকেট মেইডেনে চাপে যুক্তরাষ্ট্র

২৫ মে, ২০২৪ | ১০:১৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

বিশ্বকাপের টি-টোয়েন্টি আসরে মেইডেন, সে যেন সোনার হরিণ। মোস্তাফিজুর রহমান শুরুই করলেন মেইডেন ওভার দিয়ে। ওই ওভারে আবার উইকেটও নিলেন। হিউস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। আন্দ্রেস গুসের ব্যাটে উড়ন্ত সূচনা করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ওপেনিং জুটিতে শায়ান জাহাঙ্গীরকে নিয়ে তিনি তুলে দেন ৩০ বলে ৪৬ রান। মারকুটে এই ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান সাকিব আল হাসান। বড় শট খেলতে গিয়ে বল আকাশে তুলে দেন গুস (১৫ বলে ২৭)। এক্সট্রা কভার থেকে দৌড়ে এসে ক্যাচ লুফে নেন সৌম্য সরকার। পরের ওভারেই আঘাত হানেন মোস্তাফিজ। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ ফিল্ডার তানজিম হাসান সাকিবের তালুবন্দী হয়ে ফেরেন জাহাঙ্গীর (২০ বলে ১৮)। ইনিংসের ওই ষষ্ঠ ওভারটি মেইডেন দেন কাটার মাস্টার। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭.৫ ওভার শেষে যুক্তরাষ্ট্রের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান।