পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য প্রথম দিন ১৬ জুন

২৬ মে, ২০২৪ | ১০:৩৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিশরের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট। তারা জানিয়েছে, চলতি বছর মিশরে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন হতে পারে ১৬ জুন। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চলতি হিজরি সনের পবিত্র জিলহজ মাস আগামী ৭ জুন শুরু হতে পারে বলে জানিয়েছে মিশরের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট। সেই হিসাবে ১৬ জুন হতে পারে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন। মিশরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড জিওফিজিক্যাল রিসার্চের সভাপতি তাহা রাবেহ জানান, আগামী ৬ জুন কায়রোর স্থানীয় সময় বেলা ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের চাঁদ জন্ম নেবে। দিনটি পবিত্র জিলক্বদ মাসের ২৯ তারিখ। ওই দিন সূর্যাস্তের পর নতুন চাঁদ সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর আকাশে ১১ মিনিট ও কায়রোর আকাশে ১৮ মিনিট পর্যন্ত দেখা যাবে। চাঁদটি মিশরের অন্যান্য অঞ্চলে দেখা যাবে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত। তাহা রাবেহ আরও বলেন, একই দিন সূর্যাস্তের পর বিভিন্ন আরব ও অন্যান্য দেশে নতুন চাঁদ ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত দৃশ্যমান হতে পারে। তবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এ চাঁদ সূর্যাস্তের যথাক্রমে ৯ ও ১৪ মিনিট আগে ডুবে যেতে পারে। ফলে ওই দিন এসব স্থানে চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনাও রয়েছে।