ঘূর্ণিঝড় রিমালেও খুলনায় খরা, অসহনীয় গরম

২৬ মে, ২০২৪ | ১১:৪০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ঘূর্ণিঝড় রিমালের উপকূলে আঘাত হানলেও খুলনায় তেমন বৃষ্টি হচ্ছে না। মাঝেমধ্যে দমকা হাওয়া ও ঝিরিঝিরি বৃষ্টি হলেও কাটছে না গরম। দিনভরই চলছে এ অবস্থা। খুলনায় শনিবার (২৬ মে) রাত ৯টা পর্যন্ত মাত্র ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এ দিন তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩২.৪ ও সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, রিমালের প্রভাব খুলনার ওপর এখনও আসেনি। তাই বৃষ্টি কম। রাত ৯টা পর্যন্ত ছয় মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, খুলনায় ভোর থেকে তুমুল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সময় ঘূর্ণিঝড় রিমাল খুলনায় প্রভাব ফেলবে। সন্ধ্যা ৬টায় মোংলা সমুদ্র বন্দর থেকে রিমাল ১৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। জলবায়ু বিষয় নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান এওসেডের নির্বাহী পরিচালক শামীম আরেফিন বলেন, ঘূর্ণিঝড়ের প্রকৃতিই এমন। মূল অংশ না আসা পর্যন্ত গরম কাটে না। তবে রিমাল খুলনায় বৃষ্টি দেবে, পরিবেশও শীতল করবে। তবে শঙ্কা হচ্ছে মূল আঘাতটা খুলনায় এলে ক্ষতির পরিমাণটা কত হবে। দুর্বল বেড়িবাঁধ উপচে জোয়ারের চাপেই পানি ঢুকছে লোকালয়ে। মুল আঘাতে বেড়িবাঁধ ভাঙলে পরিস্থিতি কী হবে? এমনিতেই সুপেয় পানির সংকট। বাঁধ ক্ষতি হয়ে লোনা পানিতে সয়লাব হলে পানির সংকট আরও তীব্র ও মারাত্মক হতে পারে। টুটপাড়ার সেলিম সরদার বলেন, দমকা হাওয়ায়ও গরম কাটছে না। যদিও গরমের সেই তীব্রতা নেই। কিন্তু খুলনার পরিবেশে গরম কাটছে না। কয়রার আমিরন নেছা বলেন, বিদ্যুৎ গেলে গরম বোঝা যায়। এত বড় ঝড়েও গরম কাটছে না।