বৃষ্টিতে পন্ড ইংল্যান্ড-পাকিস্তানের ‘প্রস্তুতিমূলক সিরিজ’

২৯ মে, ২০২৪ | ১১:০৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজ খেলতে নেমেছিল ইংল্যান্ড ও পাকিস্তান। কিন্তু তাদের সেই প্রস্তুতিতে জল ঢেলে দিচ্ছে বৃষ্টি। প্রথম ম্যাচের পর ৪ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচটিও বৃষ্টিতে ভেসে গেছে। কার্ডিফে তৃতীয় টি-টোয়েন্টিতে কোনও বল না গড়িয়েই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এজবাস্টনে ২৩ রানের জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে ধরা এই সিরিজটা সেভাবে কাজে দিচ্ছে না। কার্ডিফে ম্যাচ শুরুর নির্ধারিত ১ ঘণ্টা আগে বৃষ্টি পড়তে শুরু করে। অবস্থা এমন দাঁড়িয়ে টস-ও করা যায়নি। পুরো মাঠই তখন কাভারে ঢাকা থাকে। পরে পর্যবেক্ষণ শেষে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন। এখন দ্য ওভালে শেষ ম্যাচ খেলবে দুই দল। এই ম্যাচটা ঠিকমতো হলে কিছুটা হলেও নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে তারা। ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান টুর্নামেন্ট শুরু করবে ৬ জুন। সেদিন তাদের প্রতিপক্ষ অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। তাদের আগে ৪ জুন শিরোপা ধরে রাখার মিশন নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। সেদিন তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।