গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম

২৯ মে, ২০২৪ | ১১:০৯ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই উপজেলার মোট ২৪১ টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় রয়েছে ১০২ টি ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলসহ রয়েছে ১৩৯ টি কেন্দ্র। এই দুটি উপজেলায় ভোটে লড়ছেন চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জনসহ মোট ৪২ জন প্রার্থী। এদিকে, বুধবার (২৯ মে) সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তবে বৃষ্টি উপেক্ষা করেই ভোটকেন্দ্রে আসছেন ভোটাররা। এবার দুই উপজেলায় মোট ৬ লাখ ৫৭ হাজার ৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৮ হাজার ৪৫৩ জন ও সুন্দরগঞ্জ উপজেলায় ভোটার রয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৫৭৯ জন। এদিকে, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মোত্তালিব বলেন, ‘প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ নজরদারি রয়েছে। একই সঙ্গে নির্বাচনের মাঠে র‌্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত আছে।’