দামুড়হুদা সীমান্তে বোমা বিষ্ফোরণে যুবক আহত

২৯ মে, ২০২৪ | ২:০৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বোমা বিষ্ফোরণে নবিউল ইসলাম নবীন নামে একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) রাত ১০ টার দিকে শরীরে অসংখ্য বোমার স্প্লিন্টার নিয়ে চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগে রাত ৯টার দিকে সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের নদীর ধারে বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে। আহত নবিউল ইসলাম নবীন (৩৮) একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। দর্শনা থানার এস আই টিপু সুলতান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল ভারত সীমান্তবর্তি এলাকা। এলাকার কেউ মুখ খুলছে না। আহত নবিউলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ বোমার স্প্লিন্টারে আহত নবিউল ইসলাম ভর্তি আছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তার সাথে কথা বলেছেন দামুড়হুদা থানার এস আই মোহাম্মদ তারেক। তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় কেউ তাকে লক্ষ্য করে বোমা কিংবা সর্টগানের ছড়রা গুলি ছুড়তে পারে। নবিউল নিজেও কিছু বুঝতে পারেনি বলে পুলিশকে জানিয়েছে।’ নবিউল জানিয়েছে, হঠাৎ বিকট শব্দ শোনা যায়। তারপরই সে মাটিতে পড়ে যায়। শব্দ শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে অন্তত পঞ্চাশটির মতো বোমার স্প্লিন্টারের কিংবা সর্টগানের ছড়রা গুলির ক্ষত পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহত নবীউল বলেন, প্রচন্ড গরমে নদীর ধারে হাটাহাটি করছিলাম। এসময় হোঁচট খেয়ে পড়ে যাই। পরে বিকট শব্দ শুনতে পাই। এরপর কিছু বুঝে ওঠার আগেই চারপাশ ধোয়ায় অন্ধকার হয়ে যায়। এ ব্যাপারে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি এখনো স্পষ্ট নয়। খোঁজখবর নেয়া হচ্ছে। আহত ব্যক্তিকে পুলিশ প্রহরায় রাখা হয়েছে।