তৃতীয় ধাপে যশোরের ২ উপজেলায় মোটরসাইকেল বিজয়ী

২৯ মে, ২০২৪ | ১১:০০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের ২ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ধাপে যশোর সদর উপজেলাতেও ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু এক প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশনায় নির্বাচন কমিশন যশোর সদর উপজেলার ভোটগ্রহণ স্থগিত করে। বাঘারপাড়া উপজেলা: বাঘারপাড়ায় যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম আশরাফুল কবীর বিপুল ফারাজী (মোটরসাইকেল প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫১ হাজার ৬৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য রণজিত রায়ের ছেলে রাজীব রায় (ঘোড়া প্রতীক)। তিনি পেয়েছেন ২০ হাজার ৭৭৯ ভোট। অভয়নগর উপজেলা: অভয়নগরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র সরদার অলিয়ার রহমান (মোটরসাইকেল প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবীন অধিকারী ব্যাচা (আনারস প্রতীক)। তিনি পেয়েছেন ৪৮ হাজার ২২১ ভোট।